ব্যক্তিগত দুর্ঘটনা বীমা পরিচিতি

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দুর্ঘটনা কখনও সাইরেন বাজিয়ে বা সতর্ক সঙ্কেত দিয়ে আসে না। দুর্ঘটনা যে কোন সময় যে কোন জায়গায় আঘাত হানতে পারে। ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (Personal Accident Insurance) বেনিফিট বীমার অন্তর্ভূক্ত।

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার গ্রাহক সামর্থ অনুযায়ী একের অধিক পলিসি ক্রয় করতে পারে। দুর্ঘটনাজনিত কারণে বীমাগ্রহীতার মৃত্যু ঘটলে প্রত্যেক বীমাকারী স্বতন্ত্রভাবে পলিসিতে বর্ণিত বীমামূল্যের শতকরা একশত ভাগ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

 ব্যক্তিগত দুর্ঘটনা বীমার প্রকারভেদ:

ব্যক্তিগত দুর্ঘটনা বীমা দুই প্রকারের হয়ে থাকে। যেমন:

১. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (স্বতন্ত্র ব্যক্তি) এবং

২. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (দলগত বা সামষ্টিক)

ব্যক্তিগত দুর্ঘটনা বীমা যেসব ঝুঁকি বহন করে:

ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বিভিন্ন ধরনের ঝুঁকি বহন করে। যেমন:

১. দুর্ঘটনাজনিত মৃত্যু (Death Following Accident)

২. স্থায়ী সম্পূর্ণ অসমর্থতা (Permanent Total Disablement-PTD)

৩. স্থায়ী আংশিক অসমর্থতা (Permanent Partial Disablement-PTD)

৪. অস্থায়ী সম্পূর্ণ অসমর্থতা (Temporary Total Disablement-TTD)

৫. অস্থায়ী আংশিক অসমর্থতা (Temporary Partial Disablement-TPD)

উদাহরণ:

১. স্থায়ী সম্পূর্ণ অসমর্থতা (সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ততা, দুই হাত বা দুই পা হারানো)

২. স্থায়ী সম্পূর্ণ অসমর্থতা (সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ততা, এক হাত বা এক পা হারানো)

৩. অস্থায়ী সম্পূর্ণ অসমর্থতা (পদাঙ্গুলি, তর্জনী, বৃদ্ধাঙ্গুল হারানো)

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ভৌগলিক সীমারেখা এবং সময়:

১. বিশ্বব্যাপী

২. ২৪ ঘন্টা

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বহির্ভুত কারনসমূহ:

১. স্বাভাবিক মৃত্যু

২. আত্মহত্যা

৩. ইচ্ছাকৃতভাবে শারিরীক অনিষ্ঠতা বা ক্ষতি সাধন

৪. যুদ্ধ

৫. পারমানবিক বিস্ফোরণ।