দায় বীমা পরিচিতি (পর্ব-১)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: এই বীমার জন্য দায় বলতে কেবলমাত্র আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য দায়কে বুঝায় (Legal Liability) । অন্য কোন ধরনের দায়, যেমন- সাক্ষাজিক দায় বা নৈতিক দায় এই সংজ্ঞার আওতায় পড়ে না।

এই বীমা মূলত অবহেলা, অসাবধানতা বা গাফিলতি (Negligence), ভুল বা ক্রটির (Errors and Omissions) কারণে তৃতীয় পক্ষের শারীরিক অনিষ্ঠতা বা মৃত্যু অথবা সম্পত্তির ক্ষতির দায় বহন  করে।

বহির্বিশ্বে বা পাশ্চাত্য দেশে দায় বীমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত জীবনেই হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক- এই বীমার প্রয়োজনীয়তা আস্বীকার করা যায় না।

এই বীমার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধির পিছনে ব্যক্তি সচেতেনতা এবং করপোরেট সচেতনকে দায়ী করা যেতে পারে।

বিভিন্ন প্রকার দায় বীমা:

১। তৃতীয় পক্ষ দায় বীমা (Third Party Liability- TPL)

২। কর্মচারী নিয়োগকারীর দায় বীমা ( Employer's Liability-EL)

৩। উৎপাদনকারীর দায় বীমা (Product Liability)

৪। পেশাগত দায় বীমা (Professional Liability)

৫। দূষণ দায় বীমা (Pollution Liability) ইত্যাদি।

ব্যক্তিগত জীবনে দায়ের কিছু উদাহরণ (Personal Liabilty):

১। বাড়ির পোশা কুকুর আগন্তুককে আক্রমন করা বা কামড় দেয়া।

২। গৃহভৃত্যের দ্বারা প্রতিবেশীর সম্পত্তি ক্ষতি সাধন।

৩। গৃহপালিত গরু অন্যের ক্ষেতের ধান বা ফসল নষ্ট করা ইত্যাদি।

ব্যবসা প্রতিষ্ঠানের বেলায় দায়ের কিছু উদাহরণ (Business Liability):

১। ডেলিভারি ভ্যানের ড্রাইভার দ্বারা অসাবধানতাবশত গড়ির ধাক্কায় ক্রেতার সম্পত্তি, যেমন- দেয়ালে ফাটল বা ভাঙ্গা ইত্যাদি।

২। শপিং মলের মেঝে পিচ্ছিল হওয়ার কারণে পিছলে পড়ে ক্রেতার হাত-পা ভাঙ্গা ইত্যাদি।