মুনাফাজনিত ক্ষতি বীমার প্রয়োজনীয়তা ও উপকারিতা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: মুনাফাজনিত ক্ষতি বীমা (Loss of profit) অর্থ সম্বন্ধীয় (Pecuniary) বীমার অন্তর্ভুক্ত।

সাধারণত অগ্নি বা সম্পত্তি বীমার সাথে স্বতন্ত্রভাবে এই বীমা ক্রয় করা যেতে পারে। এককভাবে (Stand-alone) এই বীমা ক্রয় করা সম্ভব নয়।

মুনাফাজনিত ক্ষতি বীমা সাধারণত বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান যেমন- শিল্পপ্রতিষ্ঠান, মিল বা ফ্যাক্টরি ইত্যাদির বেলায় অধিক উপযোগী।

অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তির ক্ষতি যেমন- বিল্ডিং, মেশিনারি, স্টক ইত্যাদির ক্ষতির পাশাপাশি মুনাফাজনিত ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অগ্নিবীমায় সম্পত্তির ক্ষতির দাবি স্বীকৃত বা গ্রহণযোগ্য না হলে মুনাফাজনিত ক্ষতির দাবি বিবেচনা করা হয় না।

দৃষ্টান্তস্বরূপ: অগ্নিকাণ্ডের ফলে ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে উৎপাদন স্বাভাবিক ব্যবসায়িক কার্যকলাপ সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য ব্যাহত বা বন্ধের কারণে মুনাফাজনিত ক্ষতি অবশ্যম্ভাবী।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মালিকপক্ষকে যে সমস্ত খরচ বহন করতে হয় তার নমুনা নিম্নে বর্ণনা করা হলো-

১। শ্রমিক বা কর্মচারী বেতন ভাতা (Wage or Salary)

২। ব্যাংক ইন্টারেস্ট

৩। বিল্ডিং বা ফ্যাক্টরি ভাড়া (Rent)

৪। জমি ভাড়া (Rate)

৫। পানি, বিদ্যুৎ, গ্যাস বিল (Utility bills) ইত্যাদির।

ব্যবসা প্রতিষ্ঠান, উৎপাদনক্ষম শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা বন্ধ থাকলেও মালিকপক্ষকে উপরোক্ত খরচ বহন করতে হয়, যার ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার ওপর প্রচণ্ড আঘাত হানতে সক্ষম।

এ কারণে সম্পত্তি বীমার পাশাপাশি মুনাফাজনিত ক্ষতি রক্ষার্থে এই বীমার প্রচলন করা হয়েছে।

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা পরিবেশে ক্রমশ এই বীমার প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।