বাংলাদেশে মুনাফাজনিত ক্ষতি বীমার সম্ভাবনা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: মুনাফাজনিত ক্ষতির (Loss of Profit) বীমা  একটি গুরুত্বপূর্ণ বীমা‌। ব্যবসা সম্প্রসারণের ফলে ক্রমশ এই বীমার জনপ্রিয়তা বেড়ে চলেছে। বাংলাদেশেও এই বীমা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে, সকল অগ্নি বা সম্পত্তি বীমায় মুনাফাজনিত ক্ষতি একটি  বহির্ভুত ঝুঁকি। অর্থাৎ অগ্নি বা সম্পত্তি বীমার সাথে এই বীমা ক্রয় করা যায়, এককভাবে (Stand-alone) নয়।

একইভাবে অগ্নি বীমায় সম্পত্তির ক্ষতির দাবি স্বীকৃত বা গ্রহণযোগ্য না হলে মুনাফাজনিত ক্ষতির দাবি বিবেচনা করা হয় না।

অগ্নি বীমায় দাবির বেলায় ক্ষতিপূরণ কেবল সম্পত্তির প্রকৃত ক্ষতির উপর নির্ভরশীল অর্থাৎ বীমা নীতি ইনডেমিনিটি (Indemnity) দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত, যেখানে লাভ বা মুনাফা করার কোন সুযোগ নেই।

অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তির ক্ষতির পাশাপাশি মুনাফাজনিত ক্ষতিও হয়ে থাকে। ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যবসা মালিককে বিভিন্ন প্রকার খরচ বহন করতে হয় যা মুনাফা লাভের উপর প্রচণ্ড আঘাত আনতে পারে।

দৃষ্টান্তস্বরূপ:

১) কর্মচারীদের বেতন ভাতা।

 ২) ইউটিলিটি বিল যেমন: ক) বিদ্যুৎ বিল খ) পানির বিল গ) গ্যাস বিল ঘ) টেলিফোন বিল ইত্যাদি।

৩) বিল্ডিং বা ফ্যাক্টরি ভাড়া

৪) ব্যাংক ঋণ/ ব্যাংক ইন্টারেস্ট পরিশোধ ইত্যাদি।

৫) অন্যান্য আনুসঙ্গিক খরচ।

এই বীমার অভাবে বা অবর্তমানে অগ্নিকাণ্ডের ফলে ব্যবসা প্রতিষ্ঠান চরম আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে যা সামাল দেয়া কেবল কঠিনই নয় বরং অসম্ভব হয়ে দাঁড়াতে পারে।

এই বীমা বিশেষ করে কল কারখানা (Mill/Factory/Industry) যেখানে পণ্য দ্রব্য উৎপাদন বা তৈরি করা হয় সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অধিক প্রযোজ্য।