বীমা শিল্পে লাতিন শব্দের প্রভাব এবং ব্যবহার
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা একটি বিশেষায়িত এবং টেকনিক্যাল বিষয়। চিকিৎসা শাস্ত্র ইত্যাদির মতো বীমার নিজস্ব শব্দ অভিধান (Glossary of Insurance) রয়েছে। ইন্স্যুরেন্স জার্গন বা ইন্স্যুরেন্স পারলেন্স নামে পরিচিত এই সকল শব্দ সমূহের উৎপত্তি বা জন্ম লাতিন শব্দ থেকে।
নিম্নে প্রয়োজনীয় এবং অধিক প্রচলিত লাতিন শব্দ সমূহের একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া গেল।
১। ab initio: শুরু বা প্রথম থেকেই। কোন বৈধ কারণে বীমা চুক্তি শুরু থেকেই বাতিল বলে ঘোষণা দিলে সচরাচর এই লাতিন শব্দটি ব্যবহার হয়ে থাকে।
২। bona fide: প্রকৃত বা সত্যিকার যেমন প্রকৃত বা সত্যিকার বীমাদাবি।
৩। caveat emptor: এই শব্দটির অর্থ হচ্ছে এর যে কোন কিছু ক্রয় করার পূর্বে গ্রাহক বা ক্রেতার ভালো করে যাচাই-বাছাই বা পরখ করে তা দেখা প্রয়োজন। অধিকাংশ বাণিজ্যিক চুক্তি এই নীতি দ্বারা পরিচালিত।
৪। compos mentis: এই লাতিন শব্দের অর্থ সুস্থ মনে মামলা-মোকদ্দমা পরিচালনা বা প্রতিরোধ করার ক্ষমতা বা সামর্থ্য।
৫। domnum sine injuria: আইনগত অধিকার খর্ব বা আইন ভঙ্গ না করে ক্ষতি সাধন করা।
৬। dejure: এই শব্দটির অর্থ হচ্ছে অধিকার বলে।
৭। de facto: সত্যিকার বা প্রকৃত অর্থে।
৮। ex- gratia: বীমা পলিসি'র দায়-দায়িত্ব স্বীকার বা গ্রহণ না করে ভিন্ন কোনো কারণে বিশেষ করে বাণিজ্যিক কারণ বিবেচনা করে বা দয়ার বশবর্তী হয়ে বীমা কোম্পানির দাবির একটি অংশ প্রদানে সম্মত হয় যা ex- gratia settlement নামে পরিচিত।
৯। ex- parte: কেবলমাত্র এক পক্ষ দ্বারা বা কর্তৃক সম্পাদিত কাজ বা সিদ্ধান্ত।
১০। ex- post facto: এই শব্দটির অর্থ হচ্ছে পরবর্তী কাজ। ঘটনা পরবর্তী কাজ হওয়া সত্বেও এর কার্যকারিতা অতীত সময় থেকে গণনা বা ধার্য করা হয়।
১১। force majure: প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঝড়-তুফান, বন্যা ইত্যাদি কে বুঝানোর জন্য এই লাতিন শব্দটি ব্যবহার হয়ে থাকে।
১২। intra virus: যা আদালতের এখতিয়ার বা ক্ষমতার মধ্যে পরে।
১৩। obitur dictum: কথা প্রসঙ্গে বিচারকের কিছু বলা বা মন্তব্য করা যা প্রমাণ বা বিচারের রায়ের অংশ হিসেবে গণ্য করা হয় না।
১৪। means rea: এর অর্থ হচ্ছে অপরাধী মন। কোন কাজ অন্যায় জানা সত্ত্বেও সেটা করার ইচ্ছা বা প্রবণতা।
১৫। qui facet per alium facit per se: কোন ব্যক্তি অন্যের দ্বারা কোন কাজ সম্পাদন করিলে সেই ব্যক্তি যেন নিজেই সেই কাজ সম্পাদন করল।
১৬। ratio decidendi: এটি আইনের একটি নীতি যার উপর আদালতের সিদ্ধান্ত বা রায় নির্ভরশীল।
১৭। res ipsa loquitur: এই লাতিন শব্দের অর্থ হচ্ছে কাজ নিজেই নিজের কথা বলে বা পরিচয় বহন করে।
১৮। sine die: অনির্দিষ্টকালের জন্য কোন কাজ স্থগিত বা বন্ধ রাখা।
১৯। uberrima fides: এই লাতিন শব্দটি বীমার একটি অন্যতম নীতি 'চূড়ান্ত সদ্বিশ্বাস" (utmost good faith) কে বুঝায়।
২০। ultra virus: এই লাতিন শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্বের উর্ধ্বে উঠে কোন কিছু করা।
বীমা ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলের উচিত উপরে বর্ণিত গুরুত্বপূর্ণ লাতিন শব্দ সমূহ রপ্ত করা এবং এর ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়া।