ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা (পর্ব- ১)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: জীবন অনিশ্চয়তার আবর্তে ঘুর্ণায়মান। জীবনের পদে পদে আমরা ঝুঁকির সম্মুখীন হই। ঝুঁকি যেন সারাক্ষণ আমাদের ছাঁয়ার মতো অনুসরণ করে চলেছে।

কিছু কিছু ঝুঁকি রয়েছে যা নিজেদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।  আবার কিছু কিছু ঝুঁকি রয়েছে যার ওপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই।  যেমন- প্রকৃতিক দুর্যোগ ইত্যাদি।

সর্বক্ষেত্রেই ঝুঁকি এড়ানো সম্ভব নাও হতে পারে। কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে অনেক ক্ষেত্রে ঝুঁকি মোকাবেলা করা সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তির যুগে জীবন যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।  সেই সাথে ঝুঁকি ব্যবস্থাপনার চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

জীবনের প্রায় সকল ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।  ঝুঁকি ব্যবস্থাপনা একটি বিশেষায়িত ক্ষেত্র। এর জন্য বিশেষ জ্ঞান এবং শিক্ষা আবশ্যক।

সাবধানতা এবং সচেতনতা ঝুঁকি পরিহার, ঝুঁকি হ্রাস এবং ঝুঁকি উপশমে সহায়ক ভূমিকা পালন করে।  

ঝুঁকির আভিধানিক সংজ্ঞা হচ্ছে- সম্ভাব্য বিপদের সম্মুখীন হওয়া বা ব্যক্তি এবং জিনিস দ্বারা যে ঝুঁকি পরিবহন করে ক্ষতিগ্রস্ত হওয়া।

দৈনন্দিন জীবনে ঝুঁকির কিছু দৃষ্টান্ত:

১) সড়ক দুর্ঘটনার ঝুঁকি,

২) আগুনে পুড়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি,

 ৩) চুরি-ডাকাতির কারণে সম্পত্তি হারানোর ঝুঁকি,

৪) ঝুড়-বৃষ্টি এবং বন্যার পানিতে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি,

৫) বিমান পথে ভ্রমনের সময় উড়ো জাহাজ ভেঙে পড়ার ঝুঁকি,

৬) বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি,

৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঝুঁকি ইত্যাদি।

(চলবে....)