বীমা আমাদের কেন প্রয়োজন
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: জীবন এক অনিশ্চয়তার মাঝে প্রবাহমান। জীবনের প্রায় সকল ক্ষেত্রে ঝুঁকি বিরাজমান। ঝুঁকি যেন সারাক্ষণ আমাদের ছায়ার মতো অনুসরণ করে চলেছে। এই ঝুঁকিকে ভয় না পেয়ে আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে।
জীবন চলারপথে এসব নানান রকম ঝুঁকি মোকাবেলার জন্যই আমাদের প্রয়োজন বীমা (Insurance) ।
বীমা হচ্ছে এক চমৎকার এবং অভিনব পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তিগত ঝুঁকি হোক কিংবা ব্যবসায়িক ঝুঁকি- প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা কোম্পানির নিকট সেই ঝুঁকি হস্তান্তর করা সম্ভব।
দৃষ্টান্তস্বরূপ- ব্যক্তিগত জীবনে মৃত্যুর ঝুঁকি, ব্যবসায়িক জীবনে অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তির ক্ষতির ঝুঁকি ইত্যাদি।
জীবন ও সম্পত্তির এই ঝুঁকি যথাক্রমে জীবন বীমা (Life Insurance) এবং অগ্নি বীমা (Fire Insurance)’র মাধ্যমে হস্তান্তর করা যেতে পারে।
বীমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হস্তান্তর। বীমার মাধ্যমে বীমা কোম্পানি ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। বীমা পলিসি ক্রয়ের মাধ্যমে বীমা গ্রাহক ক্ষতিপূরণের আশ্বস্তি পেয়ে থাকে।
বহির্বিশ্বে বীমা জীবনের একটি অংশ। বীমা ছাড়া যেন কোন কিছু চিন্তাই করা যায় না।
বাংলাদেশেও বীমার প্রয়োজনীয়তা রয়েছে। বলতে গেলে বীমার ক্ষেত্রেও তৈরি হয়েছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা এখনো আমাদের মাঝে তৈরি হয়নি।
সময়ের প্রেক্ষিতে এখন বীমা সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। বীমার কার্যক্রম সম্পর্কে আমাদের সবারই সম্যক ধারণা থাকা উচিত।