পেশাজীবী বলতে আমরা কি বুঝি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পেশাজীবী (Professional) বলতে আমরা কি বুঝি এবং তাদের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে আলোচনার শুরুতেই এখানে বলে রাখা ভাল যে, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড একাউটেন্ট, সার্ভেয়ার, বীমা বিশেষজ্ঞ, ক্রেডিট রেটিং এজেন্সি ইত্যাদি টাকার বিনিময়ে তাদের সেবা বিক্রয় বা প্রদান করে থাকে। এটি কোন চ্যারিটি বা বদান্যতা নয়।
প্রকৃত পেশাজীবী হওয়ার জন্য বহুবিধ গুণাবলীর প্রয়োজন হয়। যেমন-
১। নিয়ামানুবর্তিতা বা সময়ানুবর্তিতা
২। সততা
৩। কাজের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা ও একাগ্রতা
৪। কাজের সামঞ্জস্যতা এবং নিরপেক্ষতা
৫। কথা ও কাজের মধ্যে সমন্বয়
৬। নীতি শাস্ত্র মেনে চলা ইত্যাদি।
প্রত্যেক পেশাজীবীর প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা।
পেশাজীবীদের কাজে অবহেলা বা দায়িত্বজ্ঞানহীনতার কারণে জনসাধারণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিম্নে বর্ণিত কতিপয় উদাহরণ থেকে ব্যপারটি পারিস্কারভাবে প্রতীয়মান হবে:
১। ডাক্তারের ভুল রোগ নির্নয় বা প্রেসক্রিপশন দেয়ার কারণে রোগীর মৃত্যু বা শারীরিক অনিষ্টতা।
২। আইনজীবীর ভুল পরামর্শের কারণে মক্কেলের আর্থিক ক্ষতি সাধন।
৩। ইঞ্জিনিয়ারের ভুল নকশার কারণে বিল্ডিং ধসে বা বিল্ডিংয়ে এ চিড় ধরা ইত্যাদি।
উন্নত দেশগুলোতে পেশাগত কাজে অবহেলা এবং অসাধু পন্থা অবলম্বনের কারণে একজন পেশাজীবীকে জেল ও জরিমানার সম্মুখীন এমনকি তার লাইসেন্স বাতিল হতে পারে।
পেশাজীবীদের ক্ষেত্রে কর্তব্যে অবহেলা, অসাবধানতা (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) কোনভাবেই বাঞ্চনীয় বা গ্রহণযোগ্য নয়। এটি আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ।
যারা নিজেদের প্রকৃত পেশাদার বরে দাবি করে, তাদের অবশ্যই এ ব্যপারে অধিক সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন।