বীমা খাতে পরিবর্তনের হাওয়া প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দেরিতে হলেও বীমা খাতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সুখের খবর এই যে, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের মাধ্যমে এই সূচনার সূত্রপাত হলো। এতে অনেকে অবাক হলেও এটা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল।
গত কয়েক দিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে এর চেয়ারম্যান সহ বেশ কয়েকজন পরিচালকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোম্পানির বিশাল টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।
এছাড়াও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান সহ ৬ পরিচালকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়ায় বীমা খাতে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চাঞ্চল্যকর এই সমস্ত ঘটনার ফলে অন্ত্যত একটি কথা পরিষ্কার হয়েছে এই যে, দুর্নীতি করে অতিতের মতো আর পার পাওয়া সম্ভব হবে না।
বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এই ব্যপারে কঠোর অবস্থান নিতে হবে এবং দুর্নীতি পরায়ন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দুর্নীতি বীমা খাতে উন্নতির পথে এক বিশাল অন্তরায় । দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না হলেও এর দমন করা সম্ভব।