বীমায় মুখ্য নির্বাহীদের শিক্ষা সনদ নিয়ে এত জাল-জালিয়াতি কেন
শিপন ভূঁইয়া: ব্যাংক ও বীমা দুটোই আর্থিক খাতের খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অর্থনীতিতে ব্যাংকের যেমন গুরুত্ব রয়েছে পাশাপাশি বীমারও গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক যেভাবে ভূমিকা রাখছে সেভাবে বীমা এখনো অবদান রাখতে পারছে না।
বাংলাদেশের জিডিপির আকার বৃদ্ধির সাথে সাথে বীমার পেনিট্রেশন বৃদ্ধি পায়নি।
বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়নের জন্য সরকার অনেক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে; যার ফলাফল প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। বীমা আইন ও বীমা নীতিমালা এবং বীমার কাঠামোগত উন্নয়ন হলেও বীমায় ব্যক্তির দক্ষতাগত উন্নয়ন পুরোপুরি বৃদ্ধি পায়নি।
বাংলাদেশে বীমার সাথে অনেক জনশক্তি জড়িত রয়েছে কিন্তু দক্ষ জনশক্তির অভাব এখনো দৃশ্যমান। ফলশ্রুতিতে বীমা শিল্প কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।
বীমা কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২ এর আলোকে, কোন ব্যক্তি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগলাভের জন্য তার শিক্ষাগত যে যোগ্যতার প্রয়োজন তা হলো- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ৩ (তিন) বৎসর মেয়াদী স্নাতক ও ১ (এক) বৎসর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রীর অধিকারী হতে হবে।
অন্যদিকে অভিজ্ঞতার বিষয়ে যা বলা হয়েছে তা হলো- ইতোপূর্বে কোন বীমা কোস্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বা উহার অব্যবহিত নিম্নপদে অন্যূন ৩ (তিন) বৎসর কর্ম অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বীমায় অন্যূন ১৫ (পনের) বৎসরের কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং পেশাগত কিছু ডিগ্রির জন্য কর্ম অভিজ্ঞতার কিছু ছাড়ও রয়েছে।
বাস্তবে কাজের অভিজ্ঞতা থাকলেও বীমা শিল্পে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক জাল-জালিয়াতির আশ্রয় নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। যা এই শিল্পের উন্নয়নের অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে বীমার মুখ্য নির্বাহীর সনদ জালিয়াতির সংবাদ। এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতে মুখ্য নির্বাহীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রশ্ন ওঠা খুবই দুঃখজনক ও শিল্পের জন্য হুমকিস্বরুপ।
বীমা প্রতিষ্ঠানগুলোকে কর্মী নিয়োগের সময় শিক্ষা সনদ যাচাই-বাছাইয়ে যত্নশীল হতে হবে। মুখ্য নির্বাহী নিয়োগের ক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলোকে সনদ যাচাইয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে; যাতে কোন অসাধু ব্যক্তি সনদ জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করতে না পারে।