অবশেষে বীমা কর্তৃপক্ষের চৈতন্যোদয় ঘটলো
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: গত ১২ তারিখে এই পত্রিকায় ‘স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিবন্ধন স্থগিত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নানা প্রকার দুর্নীতি এবং অনিয়মের কারনে বীমা কর্তৃপক্ষ (আইডিআরএ) স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে সাময়িকভাবে ৩ মাসের জন্য নিবন্ধন স্থগিত করেছে।
দুর্নীতির সাথে যুক্ত বীমা কোম্পানির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহনের জন্য এই পত্রিকায় বহুদিন যাবত লেখালেখি হয়ে আসছে।
বীমা কতৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
বীমাখাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থা থেকে উত্তোরণের জন্য বীমা কর্তৃপক্ষকে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহন করতে হবে। অপরাধীদের ছাড় দেয়া যাবে না।
বীমা গ্রাহকের স্বার্থরক্ষার নিমিত্তে বীমা কর্তৃপক্ষকে যে কোন ধরনের কঠিন এবং সাহসীপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
বীমা আইন ভঙ্গকারী এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত বীমা কোম্পানির নিবদ্ধন অনির্দ্দিষ্ট কালের জন্যে স্থগিত বা প্রয়োজনে নিবন্ধন বাতিল করতে হবে।
আশা করি বীমা কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে পালন করবে।