বীমা খাতের সংস্কারে বিলম্ব কেন?

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন খাত যেমন; ব্যাংকিং, বিচার বিভাগসহ অন্যান্য খাতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

স্বভাবতই প্রশ্ন জাগে বীমা খাত কেন এ ব্যাপারে পিছনের দিকে পড়ে আছে!

সার্কভুক্ত দেশসমূহ যেমন- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের তুলনায় জিডিপিতে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। সব দিক থেকে বাংলাদেশ এই দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে আছে।

বীমা খাতের বর্তমান এই নৈরাজ্যজনক অবস্থার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বহুলাংশেই দায়ী বলা যেতে পারে।

অন্যদিকে বীমা কোম্পানিগুলোও যেমন বীমা আইন সুষ্পষ্টভাবে লঙ্ঘন করে চলেছে, তেমনি নিজেদের খেয়াল-খুশিমত ব্যবসা পরিচালনার কাজও করে চলেছে। বলা চলে দুর্নীতি, অনিয়ম বীমাখাতকে গ্রাস করে চলেছে।

বছরের পর  বছর বীমা কোম্পানি দাবি নিষ্পত্তিতে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। এতে করে বীমা গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে এবং বীমার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

বর্হিবিশ্বে একটি জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘INSURSNCE COMPANIES ARE IN THE BUSINESS OF PAYING CLAIMS’ । কিন্তু আশ্চার্যজনকভাবে আইডিআরএ এ ব্যাপারে উদাসীন। এই হতাশাজনক পরিস্থিতির পরিবর্তনে তাদের কোন রকমের মাথা-ব্যথা আছে বলে মনে হয়না।

আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে বীমার মত একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতের সংস্কারে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।