গৃহ বীমা বনাম অগ্নি বীমা: কোনটি কতটা সুরক্ষা দেয়?
রাজ কিরণ দাস: বাড়ি ও সম্পত্তি সুরক্ষায় গৃহ বীমা ও অগ্নি বীমা- এই দুটি নাম প্রায়ই শোনা যায়। অনেকেই মনে করেন, গৃহ বীমা থাকলেই আলাদা অগ্নি বীমার প্রয়োজন নেই। তবে বাস্তবে দুটি বীমার কাভারেজ ও কার্যকারিতায় রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।
গৃহ বীমা মূলত বাড়ি ও এর ভেতরের জিনিসপত্রকে বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা করে। এর মধ্যে অগ্নিকাণ্ডও অন্তর্ভুক্ত থাকে। কিন্তু অগ্নি বীমা কাভারেজ অনেক বেশি বিস্তৃত এবং আগুনজনিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আরও কার্যকর সুরক্ষা দেয়। যেমন, কোনো বাড়ি যদি আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে অগ্নি বীমার মাধ্যমে বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া যায়।
এছাড়া অগ্নি বীমা শুধু বসতবাড়ির ক্ষতি নয়, বরং আগুনে বাড়ি বসবাসের অযোগ্য হয়ে গেলে বিকল্প বাসস্থানের ভাড়া কিংবা অতিরিক্ত জীবিকা ব্যয়ও বহন করে। ধোঁয়া বা পানির কারণে সৃষ্ট ক্ষতিও অনেক সময় এর অন্তর্ভুক্ত হয়। সাধারণত এক বছরের জন্য কার্যকর থাকলেও এর মেয়াদ নবায়নযোগ্য।
বিশেষজ্ঞদের মতে, গৃহ বীমা মৌলিক সুরক্ষা দিলেও মূল্যবান সম্পদ রক্ষায় আলাদা অগ্নি বীমা নেওয়া অধিকতর নিরাপদ। এতে হঠাৎ দুর্ঘটনার ধাক্কা সামলে ওঠা সহজ হয় এবং পরিবারকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব হয়।