বীমা আইন সংশোধনে মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বিআইএ

নিজস্ব প্রতিবেদক: বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়ার ওপর মতামত দিতে আরো ৩ মাস সময় চেয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । এ সংক্রান্ত চিঠি গত ৭ জুলাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কাছে পাঠিয়েছে সংগঠনটি।

বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশোধিত বীমা আইনের খসড়ার ওপর মতামত দেয়ার জন্য নির্ধারিত সময় ছিল ৮ জুলাই পর্যন্ত। তবে মাত্র ১৫ কার্যদিবসের এই সময়সীমায় ৭৮ পৃষ্ঠার একটি খসড়া পর্যালোচনা করে এর ওপর মতামত প্রদান করা প্রায় অসম্ভব।

এই প্রেক্ষিতে বীমা খাতের উন্নয়ন এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বীমা আইন ২০১০ এর সংশোধনী খসড়ার ওপর একটি সুচিন্তিত মতামত প্রদানের জন্য কমপক্ষে আরো ৩ মাস সময় বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিআইএ’র চিঠিতে।