চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে আইডিআরএ, আবেদন শেষ ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: অডিট প্যানেলে চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে বাংলাদেশে কর্মরত চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্মগুলোর কাছ থেকে আবেদন আহবান করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে এই আবেদন দাখিল করতে বলা হয়েছে।

তালিকাভুক্ত এসব ফার্মের মাধ্যমে বীমা আইন ২০১০ এর আওতায় বীমা কোম্পানির বিশেষ নিরীক্ষাসহ কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী তদন্ত, সম্পত্তি মূল্যায়ন, কোম্পানি মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে। গত ২২ জুলাই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতা চাওয়া হয়েছে-

নিরীক্ষা ফার্মের অংশীদারগণ চার্টার্ড একাউন্ট্যান্ট হবেন; বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্ট অর্ডার, ১৯৭৩ (পিও ২, ১৯৭৩) মোতাবেক (ক) বিদেশী অডিট ফার্মের সাথে এফিলিয়েশন আছে এমন ফার্মের ক্ষেত্রে ২ জন অনুমোদিত ফেলো চার্টার্ড একাউন্ট্যান্ট থাকতে হবে অথবা (খ) বিদেশী অডিট ফার্মের সাথে এফিলিয়েশন নেই এমন ফার্মের ক্ষেত্রে ৪ জন অনুমোদিত ফেলো চার্টার্ড একাউন্ট্যান্ট থাকতে হবে;

বিদেশী ফার্মের সাথে এফিলিয়েশন থাকুক বা না থাকুক আবেদনকারী অডিট ফার্মের ২ জন ফেলো অংশীদারের ন্যূনতম ১০ বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে; ফার্মের নিরীক্ষকদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হতে হালনাগাদ তালিকাভুক্তি থাকতে হবে; নিরীক্ষা ফার্মে প্রয়োজনীয় সংখ্যক নিরীক্ষক স্টাফ থাকতে হবে যাদের সংখ্যা ১৫ জনের কম হবে না; কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিরীক্ষক হিসাবে বিবেচিত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

আবেদনের অযোগ্যতা:

অডিট প্যানেলে তালিকাভুক্তির অযোগ্য হবেন, যদি; আবেদনকারী নিরীক্ষক বা ফার্মের কোন অংশীদার কোনো আদালত কর্তৃক কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত বা দন্ডিত হয়ে থাকেন; আবেদনকারী নিরীক্ষক বা ফার্মের কোন অংশীদার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিপ্রাপ্ত বা কালো তালিকাভুক্ত থাকেন।

আবেদনের সংযুক্তি:

আবেদনের সাথে যেসব দলিলাদি জমা দিতে হবে- আইসিএবি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট অব প্র্যাকটিসিং-এর অনুলিপি; বিদেশী ফার্মের সাথে এফিলিয়েটেড নিরীক্ষা ফার্মের ক্ষেত্রে এ-সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারকের অনুলিপি এবং রিভিউয়ের সমর্থনে দলিলাদি;

আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেমন জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের অধীনে তালিকাভুক্ত হয়ে থাকলে তার সনদ বা তালিকাভুক্তির প্রমাণ এবং তালিকাভুক্তির বিপরীতে পরিচালিত নিরীক্ষা কার্যক্রমের তালিকা;

প্র্যাকটিসিং অংশীদারদের নাম, এনরোলমেন্ট নাম্বার, অভিজ্ঞতা (বছর), আপডেটেড বায়োডাটাসহ ফার্মের প্রোফাইল; কোন অংশীদার বা ফার্ম এর বিরুদ্ধে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক ইতোপূর্বে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে আইসিএবি-এর প্রত্যয়নপ;
অডিট ফার্মের অংশীদারত্ব দলিলের অনুলিপি; আবেদনকারী ফার্ম ও এর অংশীদারদের বা নিরীক্ষকদের কারও কোন অযোগ্যতা (অনুচ্ছেদ খ দ্রষ্টব্য) নেই মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারাইজড হলফনামা।

ফার্মের হালনাগাদ বৈধ ট্রেড লাইসেন্স, হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র, ভ্যাট রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড বা অন্য যে কোন আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কালো তালিকাভূক্ত করা হয়নি মর্মে ঘোষণাপত্র।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত 'অডিট ফার্ম তালিকাভুক্তির বিজ্ঞপ্তি'র প্রেক্ষিতে আবেদনকৃত অডিট ফার্মসমূহকে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অডিট ফার্ম হিসেবে তালিকাভুক্তি কর্তৃপক্ষের নিকট থেকে অডিট কার্যাদেশ পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।

সম্পূর্ণ আবেদন আগামী ২০ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে কর্তৃপক্ষের দপ্তরে জমা দিতে হবে। কর্তৃপক্ষ অডিট প্যানেলে তালিকাভুক্তির ক্ষেত্রে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।