প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা বীমা খাতে

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (২৩ জুলাই) সরকারি-বেসরকারি সকল লাইফ  ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

এ ছাড়াও বীমা মালিকদের সংগঠন বিআইএ, মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’সহ সকল জরিপকারী প্রতিষ্ঠান, বীমা এজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং লাইসেন্স প্রাপ্ত সকল ইন্স্যুরটেক প্রতিষ্ঠানকেও এই চিঠি পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটি) হিসেবে ঘোষণা করেছে।

এ ছাড়াও ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্রের মাধ্যমে ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই সিদ্ধান্ত যথাযথভাবে পরিপালনের জন্য বীমা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে আইডিআরএ’র ওই চিঠিতে।