জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন শনিবার কক্সবাজারে
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মানসুদ আলম।
এছাড়াও কোম্পানির অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা সম্মেলনে বক্তব্য রাখবেন।
এবারের সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত ৮০০’র বেশি ব্যবসা-সফল উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর এবং যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, এ সম্মেলনের মাধ্যমে কর্মকর্তাদের উৎসাহ ও গ্রাহকসেবা আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হবে।