নন-লাইফ বীমা খাতে নতুন সার্কুলার

অনুমোদনহীন বীমা পরিকল্প চালু রাখলে কঠোর ব্যবস্থা নেবে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: অনুমোদনহীন বীমা পরিকল্প চালু রাখলে বা বাজারজাত করলে সংশ্লিষ্ট বীমা কোম্পানি ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নন-লাইফ বীমা খাতে সার্কুলার নং- নন-লাইফ ১০৭/২০২৫ জারি করে এই হুশিয়ারি দেয়া হয়। বীমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী শীর্ষক এই সার্কুলার জারি করা হয় গত শনিবার (২৬ অক্টোবর) ।

সার্কুলারে বলা হয়,  নন-লাইফ বীমাকারীর সকল বীমা প্রতিষ্ঠানে যে সকল বীমা পরিকল্প ২০১০ সাল পূর্ববর্তীকালে বীমা পরিকল্প হিসেবে বীমা ব্যবসায় চলমান আছে তা ভূতাপেক্ষভাবে অনুমোদিত বলে গণ্য হবে।

তবে ২০১০ সাল পরবর্তী যে সকল বীমা পরিকল্প অনুমোদন ব্যতিরেকে বীমা প্রতিষ্ঠানে চালু রয়েছে সেগুলির অনুমোদনের আবশ্যকতা রয়েছে এবং তা অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে ২টি বিষয় প্রতিপালনীয় বলে উল্লেখ করা হয়।

প্রতিপালনীয় বিষয়ের মধ্যে রয়েছে- বীমা পরিকল্পের পাইলটিং পর্যায়ে পরিচালনার ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ আগস্ট জারি করা কর্তৃপক্ষের জিএডি সার্কুলার নম্বর ১৫/২০২৩ এর মাধ্যমে প্রকাশিত নির্দেশাবলী অনুসরন করতে হবে;

যদি কোন বীমাকারী বর্ণিত নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানীর বিরুদ্ধে এবং এ লঙ্ঘনের জন্য কোন ব্যক্তি যদি দায়ী হয় তাহলে তার বিরুদ্ধে বীমা আইন ২০১০ এর ১৩৪ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারী করা এ সার্কুলারে স্বাক্ষর করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম।