বীমা আইন সংশোধন ও বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ নিয়ে বৈঠক ডেকেছে এফআইডি

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতের আইনগত ও নীতিগত সংস্কারের অংশ হিসেবে আজ সোমবার (১৯ জানুয়ারি) দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাগুলোতে বীমা আইন, ২০১০-এর সংশোধিতব্য খসড়া এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনা করা হবে।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক দু’টি সভার নোটিশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) । তবে এই সভা দু’টি আয়োজনের বিষয়ে সময় চেয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠি সূত্রে জানা গেছে, উভয় সভাই অনুষ্ঠিত হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সম্মেলন কক্ষে এবং সভাপতিত্ব করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব।
প্রথম সভা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে। এই সভায় আইডিআরএ’র প্রস্তাবিত ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনা করা হবে। এ অধ্যাদেশের মাধ্যমে বীমা কোম্পানির আর্থিক সংকট ব্যবস্থাপনা, গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
এরপর বেলা ২টা থেকে দ্বিতীয় সভায় বীমা আইন, ২০১০-এর সংশোধিতব্য খসড়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ সংশোধনের মাধ্যমে বিদ্যমান বীমা আইনকে সময়োপযোগী করা এবং সুশাসন জোরদারের উদ্যোগ নেয়া হচ্ছে।
দুটি সভাতেই বীমা খাতের নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ অংশীজনদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা করপোরেশন, জীবন বীমা করপোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স এসোসিয়েশনসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অধিশাখার প্রতিনিধিরা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সভাগুলোতে যথাসময়ে উপস্থিত থাকতে অথবা উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নির্বাচনের পর সভা আয়োজনের আহবান বিআইএ’র
এদিকে বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়া পর্যালোচনা এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ- ২০২৫ সংক্রান্ত সভা আয়োজনের বিষয়ে সময় চেয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। রোববার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক দু’টি চিঠি এফআইডি’কে পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে বিআইএ জানিয়েছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর এমপি প্রার্থী হিসেবে বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করছেন।
বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়া এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ- ২০২৫ সংক্রান্ত সভা দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় উক্ত সভা দু’টিতে তার (বিআইএ প্রেসিডেন্ট) উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, নির্বাচনের পর সুবিধাজনক সময়ে সভা আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিআইএ’র চিঠিতে।




