মোটর বীমা নিয়ে যে সিদ্ধান্ত নিল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: মোটর বীমায় এফআইভি (ফুল ইন্স্যুরড ভ্যালু- এফআইভি) নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে শোরুমের ইনভয়েস মূল্যকে এফআইডি নির্ধারণের ভিত্তি হিসেবে ধরা হবে বলে সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

আইডিআরএ সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সেন্ট্রাল রেটিং কমিটির ১৮৭তম সভার সুপারিশের আলোকে বিষয়টি ৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১৯৩তম সভায় অনুমোদন দেয়া হয়। এ সংক্রান্ত একটি সার্কুলার (নং: নন-লাইফ ১১০/২০২৬) জারি করেছে আইডিআরএ।

সার্কুলারে বলা হয়েছে, ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে শোরুমের ইনভয়েস মূল্যই ফুল ইন্স্যুরড ভ্যালু- এফআইভি হিসেবে বিবেচিত হবে। তবে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে, বীমাকারী ও বীমাগ্রহীতা পারস্পরিক আলোচনার মাধ্যমে বাজার মূল্যের ভিত্তিতে এফআইডি নির্ধারণ করবেন।

এ ক্ষেত্রে প্রতিবছর তৎকালীন বীমা অধিদপ্তরের অধীন সেন্ট্রাল রেটিং কমিটির জারি করা সার্কুলার নং মোটর-১৫/২০০৯ (তারিখ: ০১-১১-২০০৯) অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় হার হলো-

এক্ষেত্রে প্রথম ১ বছর পর্যন্ত কোন অবচয় প্রযোজ্য নয়। তবে ১ বছরের বেশি কিন্তু ২ বছরের অতিরিক্ত নয় এমন গাড়ির ক্ষেত্রে অবচয় হার ১০%। এ ছাড়াও ২–৩ বছর: ১৫%; ৩–৪ বছর: ২০%; ৪–৫ বছর: ২৫%; ৫–৬ বছর: ৩০%; ৬–৭ বছর: ৪০%; ৭ বছরের বেশি: ৫০% হবে অবচয় হার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে মোটর বীমায় ফুল ইন্স্যুরড ভ্যালু- এফআইভি নির্ধারণে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হবে। একই সঙ্গে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা বাড়বে এবং বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ের মধ্যকার বিরোধ কমবে বলে আশা করা হচ্ছে।