আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে যেসব বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনার ইতিবাচক উদাহরণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে লাইফ ও নন-লাইফ খাতের মোট ১৩টি প্রতিষ্ঠানকে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নন-লাইফ খাতে ৭টি এবং লাইফ খাতে ৬টি কোম্পানি এই পুরস্কার পাচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) আইডিআরএ'র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, বীমা খাতে ইতিবাচক ইমেজ প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা পুনর্গঠন এবং ভালো কোম্পানিগুলোর কাজকে যথাযথভাবে মূল্যায়নের লক্ষ্যেই এই ‘ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষের ১৯২তম সভায় এ উদ্যোগ অনুমোদনের পর লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন পর্যালোচনা করে বিভিন্ন সূচকে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম স্থান নির্ধারণ করা হয়। আইডিআরএর দৃষ্টিতে এই মূল্যায়ন কেবল সেরা প্রতিষ্ঠান বাছাইয়ের প্রক্রিয়া নয়; বরং বাজারে আস্থা, জবাবদিহি ও মানসম্পন্ন ব্যবস্থাপনার মানদণ্ড শক্তিশালী করার একটি বার্তাও।
নন-লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, চতুর্থ স্থানে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। পঞ্চম স্থান যৌথভাবে পেয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
লাইফ বীমা খাতে প্রথম স্থান পেয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ স্থানে জীবন বীমা করপোরেশন। পঞ্চম স্থান যৌথভাবে পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুরস্কার হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রমের সময়সূচি ও আয়োজন সম্পর্কে শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলে জানিয়েছে আইডিআরএ।




