লাইফ বীমায় আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে যে ৬ কোম্পানি
.jpg)
নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা এবং পেশাদার ব্যবস্থাপনার ইতিবাচক উদাহরণকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে ৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত রোববার আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফ বীমা খাতে মূল্যায়নের ভিত্তিতে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং তৃতীয় স্থানে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
চতুর্থ স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন। এছাড়া পঞ্চম স্থান যৌথভাবে অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।




