গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার কোম্পানি কর্তৃপক্ষ সমাপ্ত বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রাজধানীর গুলশান-১ এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
এদিকে সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮ পয়সা। আগের বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ৮৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৯ টাকা ৯৩ পয়সা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশের ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানিটি ২০১৫ সালের সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যার প্রকৃত লভ্যাংশের হার (উৎপাদক) ৪ দশমিক ৬৬ শতাংশ। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যার প্রকৃত লভ্যাংশের হার (উৎপাদক) ২ দশমিক ০২ শতাংশ। ২০১৩ সালে দিয়েছিল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ, যার প্রকৃত লভ্যাংশের হার (উৎপাদক) ১ দশমিক ৫৮ শতাংশ।
১৯৮৯ সালে তালিকাভুক্ত হওয়া ’এ’ ক্যাটাগরির এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৬ লাখ ৯১ হাজার ১৮৭টি। এরমধ্যে পরিচালকদের কাছে ৫০ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।