লেনদেনের শীর্ষ দশে ইউনাইটেড ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে বীমাখাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ার লেনদেনে টাকার পরিমাণের দিক দিয়ে সার্বিক বাজারে ৮ম এবং বীমাখাতের শীর্ষে অবস্থান করছে  ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে শেয়ার প্রতি দর বাড়ার  শতকরা  হিসাবে বীমাখাতের শীর্ষে এবং সার্বিক বাজারে তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: আজ দিনের লেনদেন শেষে শেয়ার প্রতি মূল্য সূচক পয়েন্ট করে বেড়েছে কোম্পানিটির। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় দশমিক ৭৬ শতাংশ। দাম বৃদ্ধির পর কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৬ দশমিক টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক টাকা। কোম্পানিটির আজ হাজার ৬৭৫টি শেয়ার বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১১১ কোটি ৭২ লাখ টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির আজকের লেনদেন শেষে শেয়ার প্রতি মূল্য সূচক টাকা করে বেড়েছে। শেয়ার দর ১৪ দশমিক টাকা থেকে শতকরা দশমিক ৭১ পয়সা বেড়ে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৫ দশমিক টাকা। কোম্পানিটির আজ ৫৬ হাজার ৬৩০টি শেয়ার ৫৮ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যার বাজার মূল্য ৪৮ কোটি ৭৮ লখ টাকা।