শীর্ষ দশে প্রগতি ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে বীমাখাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ার লেনদেনে টাকার পরিমানের দিক দিয়ে সার্বিক বাজারে ৭ম এবং বীমাখাতের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি।
দিনের লেনদেন শেষে শেয়ার প্রতি মূল্য সূচক দশমিক ৮০ পয়েন্ট করে বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের। শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ২ দশমিক ৪৮ শতাংশ। দাম বৃদ্ধির পর কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৩২ দশমিক ২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩ টাকায়। কোম্পানিটির আজ ৬ হাজার ৩৫০টি শেয়ার ৭ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৭৯ কোটি ৩ লাখ ৩১ হাজার টাকা।
প্রগতি ইন্স্যুরেন্সের ৫২ সপ্তাহের মূল্য সীমা ২০ টাকা ৮০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৫৬ লাখ ৩৩৯টি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৬০ লাখ টাকা।