প্রাইম ইসলামী লাইফের বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিটির ১ম ও ২য় প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশের সিদ্ধান্ত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৭ আগষ্ট, ২০১৭ তারিখে বেলা সাড়ে ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ ২০১৭ তারিখে শেষ হওয়া কোম্পানির ১ম প্রান্তিক এবং ৩০ জুন, ২০১৭ তারিখে শেষ হওয়া কোম্পানির ২য় প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা, অন্যদের মধ্যে আলোচনা, পর্যালোচনা ও প্রকাশের সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে প্রাইম ইসলামী লাইফের পক্ষ থেকে।