বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ তালিকায় নর্দান জেনারেল
নিজস্ব প্রতিবেদক: শেষ সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বীমাখাতের একমাত্র প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে (৮ থেকে ১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা।
কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দাঁড়ায়েছে ২৩ টাকা ৮০ পয়সা দরে। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৭ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা হয়েছে ৩ কোটি ২১ লাখ টাকা। আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে মুনাফা হয় ৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা।
পুঁজিবাজারের ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের অন্তরর্ভুক্ত এ প্রতিষ্ঠানটি তালিকাভুক্তি হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিয়ে আসছে। তবে শেষ নয় বছরের মধ্যে একবারও এই কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিতে পারেনি। অর্থাৎ বছরের পর বছর ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের শুধুই বোনাস শেয়ার দিয়ে আসছে।
এই নন-লাইফ বীমা কোম্পানিটির মোট শেয়ারের ৩৬ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২১ দশমিক শূন্য ৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪২ দশমিক ৭২ শতাংশ শেয়ার। বিদেশিদের কাছে এ নন-লাইফ বীমা কোম্পানিটির কোন শেয়ার নেই।