জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ ও উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ করল জেনিথ লাইফ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর বনি আমিন এজেন্সী অফিসে আনুষ্ঠানিকভাবে গ্রাহকের নমিনির হাতে চেক তুলে দেয়া হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম হিরন মিয়ার মৃত্যুদাবীর চেক তার স্ত্রী ও নমিনী মোসা. সুফিয়া বেগম এর নিকট হস্তান্তর করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উ.) মো. সাইফুল ইসলাম, ডিজিএম (উ.) নাছিমা বেগম, বিএম রূপা আক্তার শিউলী ও অঞ্জনা আক্তার খাতুন।সভার সভাপতিত্ব করেন বনি আমিন এজেন্সী অফিসের ইনচার্জ ও জিএম (উ.) মো. বনি আমিন হাওলাদার। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।