গাড়ি বীমায় প্রতারণার অভিযোগে স্কুলের প্রিন্সিপাল আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাড়ি বীমায় প্রতারণার অভিযোগে একটি স্কুলের প্রিন্সিপালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বীমার প্রিমিয়াম খরচ কমাতে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিভানিয়ায় এ ঘটনা ঘটেছে। পরে জরিমানা দিয়ে আদালত থেকে জামিন নিয়েছেন অভিযুক্ত ওই প্রিন্সিপাল।

নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৯ বছর বয়সী অভিযুক্ত ওই প্রিন্সিপালের নাম ওনেথা সুইনটন। তিনি স্ট্যাটেন আইল্যান্ড এর পোর্ট রিচমন্ড হাইস্কুলের অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তার বিলাশবহুল দু'টি গাড়ির বীমা খরচ কমাতে নিজ ঠিকানার পরিবর্তে অন্যের ঠিকানা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেন।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, সাবেক সিটি এডুকেশন ডিপার্টমেন্ট কন্ট্রাক্টর তানিয়া জন (৪৪)'র পেনসিলভানিয়ার ঠিকানা ব্যবহার করে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করেন অভিযুক্ত প্রিন্সপাল সুইনটন। তবে তিনি বসবাস করতেন স্ট্যাটেন আইল্যান্ডে। দু'টি লেক্সাস গাড়ির বীমায় ৩ হাজার মার্কিন ডলার প্রিমিয়াম খরচ কমাতে ওই লাইসেন্স ব্যবহার করেন সুইনটন।

মিথ্যা তথ্য দিয়ে ২০১৪ সালে করা ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে বীমা করার পরে তিনি দু'টি বীমা দাবি উত্থাপনও করেন। নিউইয়র্কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য ২ হাজার ২৪৭ মার্কিন ডলার বীমা দাবি করেন পোর্ট রিচমন্ড হাইস্কুলের প্রিন্সিপাল ওনেথা সুইনটন।

এই প্রতারণার ঘটনায় সুইনটন ও জন দু'জনকেই অভিযুক্ত করা হয়। গত সপ্তাহে আটকের পর তারা দু'জন ৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে মনরো কাউন্টি কোর্ট থেকে জামিন নিয়েছেন। আগামী ১৫ আগস্ট আদালতে তাদের মূলতবিকৃত শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।