বীমার টাকা পেতে আইফোন প্রতারণা, যুবক আটক
ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা দাবির টাকা পেতে আইফোন নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাং এর বুকিত মেরটাজম শহর থেকে সম্প্রতি তিনি আটক হন। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য প্রকাশ করেছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ওই যুবক প্রতিবছরই বীমা কোম্পানিতে তার আইফোন হারানো বা ছিনতাইয়ের ঘটনা বর্ণনা দিয়ে দাবি উত্থাপন করতেন। স্বপক্ষে তিনি পুলিশ রিপোর্টও জমা দিতেন বীমা কোম্পানিতে। পরবর্তীতে তার হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া আইফোনটি বেশি অর্থ পাওয়ার জন্য অনলাইন মার্কেটে বিক্রি করে দেন।
বীমা প্রতারণায় অভিযুক্ত ওই যুবকের বয়স ৩৪ বছর। মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে তিনি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তাকে নিয়ে পুলিশ বিভাগে সন্দেহের সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত করে পুলিশ। এতেই বেরিয়ে আসে তার বীমা প্রতারণার ধারাবাহিক ঘটনাচক্র।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি একটি অভিযোগ দাখিল করেন ওই যুবক। তাতে উল্লেখ করেন, দু’জন মোটরসাইকেল আরোহী তার ১ হাজার ২৮৯ মার্কিন ডলার মূল্যের আইফোন এক্সএস ম্যাক্সসহ আইপ্যাড প্রো, ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং কিছু মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। শ্বশুর বাড়ির সামনে থেকে তার এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সেন্ট্রাল সেবেরাং পেরাই পুলিশ প্রধান আবদুল হামিদ বলেন, যখন আমরা অভিযুক্ত যুবকের অতীতের অবস্থা জানার চেষ্টা করি তখন তার পূর্বের পুলিশ রিপোর্ট দেখতে পাই। সেগুলোর প্রতিটি প্রায় একই ধরণের। তার প্রতিটি রিপোর্টেই দেখা গেছে তিনি একটি আইফোন হারিয়েছেন বলে উল্লেখ করেছেন।
জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেন অভিযুক্ত ওই যুবক। এ ঘটনার সঙ্গে তিনি ২০১৩ সাল থেকে জড়িত বলেও জানান। পরে সন্দেহবশত পুলিশ অভিযুক্তের শ্বশুর বাড়ি তল্লাশি করে। সেখানে তার ম্যাকবুক প্রো খুঁজে পাওয়া যায়। আগের পুলিশ রিপোর্টে যেটি চুরি হয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।