ক্লেইম ট্রাইব্যুনালের রায়

নিহত রং মিস্ত্রির পরিবারকে ৬৯ লাখ রুপি ক্ষতিপূরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: মোটর দুর্ঘটনা ক্লেইম ট্রাইব্যুনাল (এমএসিটি) একটি পরিবারে ৪৮ লাখ ৮৬ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে বীমা কোম্পানিকে। গত বছর ভারতের চণ্ডীগড়ে গাড়ি দুর্ঘটনায় নিহত ৩২ বয়সী এক রং মিস্ত্রির পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ পত্রে বলা হয়, ২০১৭ সালের ৭ অক্টোবর রাতে রংমিস্ত্রি সঞ্জয় গোস্বামী ও তার বন্ধু ধর্মিন্দর পাসওয়ানের সঙ্গে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি বেপরোয়া গাড়ি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোস্বামী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অন্যদিয়ে পাসওয়ান আহত হন। এ দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত পরিবার এমএসিটি’র কাছে ৭০ লাখ রুপি দাবি করে।

অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয় যে নিহত রং মিস্ত্রির মাসিক আয় ৪৫ হাজার রুপি ছিল।

নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমএসিটি ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানী, গাড়ির চালক ‍ও মালিককে যৌথভাবে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। (টাইমস অব ইন্ডিয়া)