বীমার টাকার লোভে স্বামী-সন্তানের উপর অত্যাচার, গ্রেফতার স্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমার টাকার লোভে নিজের প্রতিবন্ধী স্বামী ও একমাত্র মেয়েকে দু দিনের বেশি তালাবন্ধ করে রেখেছে এক গৃহবধূ। এদিকে মিলি দত্ত নামে ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার লক্ষ্মী সিনেমা হল সংলগ্ন এলাকায় ঘটেছে ।

২০০৩ সালে শতদ্রু দত্তের সাথে বিয়ে হয় মিলি দত্তের। ২০০৪ সালে এক পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হন শতদ্রু বাবু। দুর্ঘটনার পর বীমা থাকায়, সেই বীমা থেকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ পান শতদ্রু বাবু। সেই টাকা ব্যাংকে রেখে সুদ দিয়েই দীর্ঘদিন যাবত সংসার খরচ চালাতেন তিনি।

বীমার টাকা পাওয়ার পর থেকেই বাড়ি এবং ব্যাংকে গচ্ছিত সেই ১৬ লাখ টাকা নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ দিতে শুরু করেন মিলি দত্ত। কিন্তু শতদ্রু বাবু স্ত্রীর দাবি মানতে রাজি নন।

স্থানীয়দের অভিযোগ, স্বামী ও মেয়েকে গত আড়াই দিন ধরে বাড়িতে একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে না খেতে দিয়ে অত্যাচার শুরু করেন মিলি দত্ত।

রবিবার সকালে তাদের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় থানা পুলিশকে। পুলিশ বাড়িতে পৌঁছে প্রতিবন্ধী শতদ্রু বাবু ও তার একমাত্র মেয়েকে উদ্ধার করে।