মিয়ানমারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশ্ব বীমা কোম্পানির জন্য উন্মুক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) এখন সমস্ত বিদেশি বীমা কোম্পানির জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। স্থানীয় প্রতিনিধি অফিস খুলে বিশ্বের যেকোন বীমা কোম্পানি সেখানে ব্যবসা করতে পারবে। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার-জাপান যৌথ উদ্যোগে স্থাপিত থিলাওয়া এসইজেড হচ্ছে দেশটির একমাত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যেকোন বিদেশি বীমা কোম্পানি এখন অঞ্চলটিতে বীমা ব্যবসা পরিচালনার জন্য সনদ পেতে আবেদন করতে পারবে।

বর্তমানে ৩টি জাপানি বীমা প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতর বীমা ব্যবসা করার। কোম্পানিগুলো হলো- সম্পো জাপান নিপ্পনকোয়া, টোকিও মেরিন অ্যান্ড নিচিডো ফায়ার ইন্স্যুরেন্স এবং মিটসুই সুমিটমো ইন্স্যুরেন্স।

বিগত ৩ বছরে ২০টির বেশি আন্তর্জাতিক বীমা কোম্পানি ইয়াংগুনে স্থানীয় অফিস খুলে বীমা ব্যবসা করছে। কোম্পানিগুলো মিয়ানমারের অনুন্নত বীমা বাজারে ব্যবসা করার এই সুযোগ পেতে অধির আগ্রহে অপেক্ষা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ফিনান্স রেগুলেশন বিভাগের পরিচালক থান্ট জিন জানিয়েছেন, মিয়ানমারের বীমাখাতকে উদারীকরণের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিদেশি বীমা কোম্পানিগুলোকে থিলাওয়া এসইজেডে ব্যবসা পরিচালনার অনুমোদন দেয়া। (সূত্র: আইএএন)