থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়াম ৪০% বাড়ালো ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক: থার্ড পার্টি মটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হার ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে ভারত। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে বিভিন্ন শ্রেণীর যানবাহনে ওপর এই প্রিমিয়াম হার কার্যকর করা হবে।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) গত ৩ মার্চ প্রিমিয়াম হার বৃদ্ধির খসড়া প্রকাশ করেছে। এতে বিভিন্ন শ্রেণীর যানবাহনের প্রিমিয়াম হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এদিকে থার্ড পার্টি মটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হার বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে দেশটির ট্রাক মালিকদের কিছু সংগঠন। প্রতিবাদের অংশ হিসেবে এরইমধ্যে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছে পরিবহন মালিকদের সংগঠন সাউথ ইন্ডিয়া মটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।
অন্যদিকে আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে অল ইন্ডিয়া কনফেডারেশন অব গুডস ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশেন (এসিওজিওএ) । এ অবস্থায় পরিবহন ধর্মঘেটের কারণে কিছু মূল্যবান পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসিওজিওএ’র প্রেসিডেন্ট চান্না রেড্ডি হিন্দুস্তান টাইমস’কে জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে তারা সারাদেশের রাস্তা অবরোধ করে রাখবেন। তারা থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়াম মাত্রাতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদ করছেন। তারা বলছেন, ২০০২ সাল থেকে এ পর্যন্ত থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধি করা হয়েছে ৮০০ শতাংশ।
অল ইন্ডিয়া মটর ট্রান্সপোর্ট কংগ্রেস’র সভাপতি এস কে মিত্তাল জানিয়েছেন, তারা থার্ড পার্টি মটর ইন্স্যিুরেন্স প্রিমিয়াম বৃদ্ধিতে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির অব ইন্ডিয়ার প্রস্তাবের প্রতিবাদ করছেন। যেখানে আগামী ১ এপ্রিল থেকে প্রায় ৫০ শতাংশ প্রিমিয়াম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তিনি ট্যারিফ উপদেষ্টা কমিটিকে বিষয়টি বিবেচনার আহবান জানিয়েছেন।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলটমেন্ট অথরিটি অব ইন্ডিয়া’র প্রধান জেনারেল ম্যানেজার (নন-লাইফ) ইয়েগনা প্রিয়া ভারত জানিয়েছেন, বিভিন্ন স্টেকহোল্ডার থেকে প্রাপ্ত মন্তব্য পরীক্ষা করার পর কর্তৃপক্ষ প্রিমিয়াম হার পুনারয় বিবেচনা করেছেন।
যানবাহনের বিভিন্ন শ্রেণী যেমন- দুই চাকার যান, ব্যক্তিগত গাড়ি, পণ্য পরিবহনের গাড়ি, ট্রেলার ইত্যাদির ওপর ভিত্তি করে প্রিমিয়াম হার বৃদ্ধি করা হয়েছে। থার্ড পার্টি লায়াবিলি মটর পলিসির প্রিমিয়াম পুনর্নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই। ভারতের রাস্তায় চলমান সকল যানবাহনের জন্য এই পলিসি গ্রহণ বাধ্যতামূলক।
১০০০-১৫০০ সিসি ইঞ্জিন বিশিষ্ট গাড়ির জন্য ৪০ শতাংশ প্রিমিয়াম বৃদ্ধি করে ৩ হাজার ১৩২ রুপি বা ৪৮.৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৫০০ সিসি’র ওপরে যেসব গাড়ি রয়েছে সেগুলোর জন্যও ৪০ শতাংশ প্রিমিয়াম বাড়ানো হয়েছে । ৭৫-১৫০ সিসি’র দুই চাকার যানবাহনের জন্য ১৬ শতাংশ প্রিমিয়াম বাড়িয়ে ৭২০ রুপি নির্ধারণ করা হয়েছে। আবার ১৫০-৩৫০ সিসি’র গাড়ির জন্য ৪০ শতাংশ বৃদ্ধি করে প্রিমিয়াম নির্ধারিত হয়েছে ৯৭০ রুপি।
তবে ৭.৫ টনের কম সরকারি মালামাল পরিবাহী ট্রাকের জন্য প্রিমিয়াম হার পরিবর্তন করা হয়নি। কিন্তু বেসরকারি মালামাল পরিবাহী ৭.৫ টনের বড় ট্রাকের ক্ষেত্রে সর্বনিম্ন পরমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হার বৃদ্ধির পরিমাণ ৫ থেকে ৪০ শতাংশের মধ্যেই রয়েছে। (সূত্র: আইবি, এআইআর)