চীনের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ বীমাকারীর প্রবৃদ্ধি ১১%
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি বীমা কোম্পানিতে গেল বছর প্রিমিয়াম আয় প্রায় ১১ শতাংশ বেড়েছে। কোম্পানিগুলো হলো পিং এন ইন্স্যুরেন্স (গ্রুপ) কোম্পানি কোম্পানি অব চায়না, চায়না লাইফ ইন্স্যুরেন্স, দ্য পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি (গ্রুপ) অব চায়না, চায়না প্যাসিফিক ইন্স্যুরেন্স (গ্রুপ) এবং নিউ চায়না লাইফ ইন্স্যুরেন্স।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোতে ২০১৮ সালে মোট ৩২৩ বিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০১৭ সালের তুলনায় যা ১০.৮ শতাংশ বেড়েছে। তবে পুরো বীমা খাতে বেড়েছে ৩.৯ শতাংশ।
প্রসঙ্গত, বীমা কোম্পানিগুলোতে প্রিমিয়াম আয় বৃদ্ধি ও আর্থিক ঝুঁকি নিরসনে গেল বছর চীনে কঠোর নীতি প্রয়োগ করা হয়েছিল। এরই ফলশ্রুতিতে দেশটির বীমা শিল্পের প্রিমিয়াম আয় বাড়লো।