লাইফ বীমা পণ্যের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে ভিয়েতনাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: লাইফ বীমা পণ্যের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে ভিয়েতনাম। এ লক্ষ্যে দেশটির অর্থ মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত আইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আইনটি কার্যকর হলে ব্যবসায়িক ঝুঁকি ও অপেক্ষার প্রহর হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সমন্বিত আইন অনুসারে, লাইফ বীমা কোম্পানিগুলোর পণ্যের অনুমোদনের জন্য এখন থেকে অর্থ মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনের প্রয়োজন হবে না। শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথি, চুক্তি নিবন্ধন ও লেনদেনের শর্তাবলী দাখিল করতে হবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ট্রান কোওক খানহ জানিয়েছেন, নতুন এই আইন ব্যবসায়িক ঝুঁকি কমাতে এবং প্রায় ২০ দিন অপেক্ষা কমিয়ে আনতে সহযোগিতা করবে।

প্রশাসনিক প্রক্রিয়া কমাতে এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ভিয়েতনামের দু'টি মন্ত্রণালয় সমন্বিত আইন প্রণয়ন করল। দেশের উদ্যোগগুলোকে সহযোগিতা করতে ভিয়েতনাম সরকারের প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে এই নতুন প্রক্রিয়া। (সূত্র: আইএএন)