ভারতের লাইফ বীমাখাতে ২৬% প্রবৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের লাইফ বীমাখাতে বিদায় অর্থ বছরে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সর্বমোট নতুন প্রিমিয়াম সংগ্রহের দিক দিয়ে এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির লাইফ ইন্স্যুরেন্স কাউন্সিল।
কাউন্সিলের তথ্য মতে, ২০১৬-১৭ অর্থ বছরে লাইফ বীমা কোম্পানিগুলো ১.৭৫ ট্রিলিয়ন রুপি (২৭ বিলিয়ন মার্কিন ডলার) প্রিমিয়াম সংগ্রহ করেছে। এরআগে ২০১৫-১৬ অর্থ বছরে এই প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ছিল ১.৩৮৭ ট্রিলিয়ন রুপি।
দেশটির বৃহৎ সরকারি প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) এ বছরও সবার শীর্ষে রয়েছে। গত মার্চে শেষ হওয়া ২০১৬-১৭ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ১.২৪৩ ট্রিলিয়ন নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০১৫-১৬ অর্থ বছরে যা ছিল ৯৭৭ বিলিয়ন রুপি।
২০১৬-১৭ অর্থ বছরে সরকারি এই বীমা প্রতিষ্ঠান পৃথক একক প্রিমিয়াম বিভাগে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০১৫-১৬ অর্থ বছরের চেয়ে ৮৪ শতাংশ প্রবৃদ্ধি হয়ে এবারের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৪ বিলিয়ন রুপি।
অন্যদিকে বেসরকারি বীমাখাতে শীর্ষ অবস্থানে রয়েছে এসবিআই লাইফ। এরপরে রয়েছে যথাক্রমে এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, ম্যাক্স লাইফ এবং বাজাজ অ্যালায়েন্স।
তবে বীমা পলিসির সংখ্যায় প্রবৃদ্ধি বিগত বছরে ১ শতাংশ কমেছে। ২০১৬-১৭ অর্থ বছরে বিক্রি পলিসির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৬৬টি। যেখানে ২০১৫-১৬ অর্থ বছরে এই সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৪০০টি। (সূত্র: আইএএন)