অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বীমাখাত: বিএম ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বীমাখাত। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউসুফ আলী বলেন, বর্তমান সরকার বীমাখাতকে গুরুত্ব দিয়েছে। এ জন্য বর্তমান সরকারের মাননীয়য় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বীমাখাতের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান হয়েছে এবং আগামীতে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বীমাখাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরো একধাপ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, বীমাখাতে যে ইমেজ সংকট ছিল আমি মনে করি বর্তমানে তা নেই। আইডিআরএ’র ভূমিকায় এই ইমেজ সংকট অনেকখানি দূর হয়েছে। নেতিবাচক ইমেজের স্থলে পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। আগামীত বীমাখাত অর্থনৈতিক উন্নয়নে আরো ভূমিকা রাখবে। এটাই আমরা আশা করি। বীমা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। এই সঞ্চয়ই অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বড়ান্বিত করবে, বলেন বিএম ইউসুফ আলী।