নতুন পরিচালক নিয়োগ হচ্ছে বীমাখাত উন্নয়ন প্রকল্পে
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র আওতায় পরিচালিত বাংলাদেশ বীমাখাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র নতুন প্রকল্প পরিচালক নিয়োগ করা হচ্ছে। এ সংক্রান্ত একটি চিঠি আজ মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআরএ’র ওই চিঠিতে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) এস এম শাকিল আখতারকে প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
এর আগে বাংলাদেশ বীমাখাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যুগ্ম সচিব মো. নায়েব আলী মণ্ডল।
বিআইএসডিপি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আইডিআরএ’কে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার পাশাপাশি ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনকে শক্তিশালী করা। এই প্রকল্পের অনুমোদিত মেয়াদকাল জানুয়ারি ২০১৮ থেকে জুন ২০২২।