বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কাল বিআইএ’র আলোচনা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আগামীকাল বুধবার (১৭ মার্চ, ২০২১) বিকেল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শ- শীর্ষক এই আলোচনা সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সকল সদস্যসহ দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, আরেকটি চিঠিতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির প্রধানকার্যালয়সহ সকল শাখা অফিসে আলোকসজ্জাসহ আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল আয়োজনেরও নির্দেশনা দিয়েছে বীমা মালিকদের এই সংগঠন।