মেয়াদপূর্তির পরদিনই দাবি পরিশোধের উদ্যোগ ডেল্টা লাইফের

নিজস্ব প্রতিবেদক: মেয়াদপূর্তির পরবর্তী কর্মদিবসেই বীমা দাবি পরিশোধের উদ্যোগ নিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সেই লক্ষ্যে সকল সার্ভিসিং সেল ও সেন্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছে বেসরকারি এই বীমা কোম্পানি।

গতকাল রোববার (১৬ মে, ২০২১) ইস্যুকৃত এ সংক্রান্ত স্মারকে স্বাক্ষর করেছেন ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. মঞ্জুরে মাওলা।

ডিএলআই/সিও/ডেভ/১০৮২৫/২০২১ নম্বর স্মারকটিতে মেয়াদপূর্তি বীমা দাবি পরিশোধে ৩টি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো- যেকোন পলিসির মেয়াদপূর্তির ভাউচারসমূহ মেয়াদপূর্তির তারিখের এক মাস পূর্বে গ্রাহকের নিকট পৌঁছাতে হবে।

মেয়াদপূর্তির তারিখের পনের দিন পূর্বে প্রয়োজনীয় ফান্ডের জন্য কেন্দ্রিয় কার্যালয়ে চাহিদা পাঠাতে হবে।

মেয়াদপূর্তি তারিখের পরবর্তী কর্মদিবসে অবশ্যই গ্রাহকদের একাউন্টে প্রদেয় অর্থ প্রেরণ করতে হবে।

এ বিষয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা বলেন, আমি কোম্পানিটিতে যোগদানে পর দেখলাম ২/৩ বছরের মৃত্যদাবি ও মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি আটকে রয়েছে। যার পরিমাণ প্রায় ১৬০ কোটি টাকা।

তবে ঈদের আগেই এসব বীমা দাবি পরিশোধ করা হয়েছে। ডেল্টা লাইফে এখন আর কোন মেয়াদ উত্তীর্ণ বা মৃত্যুদাবি বকেয়া নেই। আগামীতেও যাতে কোন দাবি আটকে না থাকে সে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।