সাবসিডিয়ারি কোম্পানির তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে এসব তথ্য পাঠাতে হবে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, বীমা কোম্পানির নাম, সাবসিডিয়ারি কোম্পানির নাম, সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠার তারিখ, কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণের তারিখ (ছায়ালিপিসহ), সাবসিডিয়ারি কোম্পানির ব্যবসার ধরণ ইত্যাদি তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম।