ময়মনসিংহে ন্যাশনাল লাইফের ৪.২৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে ৪ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা শহরের তারেক নূর মিলনায়তনে আয়োজিত এ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

কোম্পানির এভিপি  ও জোন প্রধান মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা এরিয়ার উন্নয়ন প্রধান ইভিপি মো. বাহার উদ্দিন মজুমদার, জনবীমা ময়মনসিংহ এরিয়া প্রধান ডিভিপি মো. সিরাজ উদ-দৌলা, প্রশিক্ষণ বিভাগের প্রধান এভিপি মো. মাহবুব নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহকদের মাঝে এসব টাকার চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ পর্বে এভিপি মো. মাহবুব নুরুজ্জামান লিটন প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।