ইন্স্যুরেন্স একাডেমির এসোসিয়েটশীপ সনদপত্র হস্তান্তর বুধবার

নিজস্ব প্রতিবেদক: এসোসিয়েটশীপ সনদপত্র প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির। আগামী বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকার তোপখানা রোডের সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসাইন এসিআইআই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এ্যাকচুয়ারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।