পদ্মা ইসলামী লাইফে ৬ মাসে ৩০ কোটি টাকার দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ‘জুন থেকে নভেম্বর’ এই ৬ মাসের মধ্যে ২৯ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকার দাবি পরিশোধ করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি বলছে, নতুন পর্ষদ আসার পর থেকে দাবি পরিশোধের গতি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পরিশোধ হবে পূর্বের সকল বীমা দাবি।

কোম্পানি তথ্য মতে, ২০২২ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত ৮ হাজার ১৬২ জন গ্রাহকের মধ্যে প্রায় ৩০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। আগামী দুই মাসে আরো বেশ কিছু দাবি পরিশোধ করা হবে। সম্প্রতি মোলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার দাবি পরিশোধ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বীমা দাবির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছিল না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ফলে গ্রাহকদের আস্থা হারিয়ে একদিকে যেমন কোম্পানির আয় কমছিল, অন্যদিকে বাড়ছিল কোম্পানিটির দায়।

এই প্রেক্ষিতে কোম্পানির দায়িত্ব নেন নতুন পরিচালনা পর্ষদ। নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার পর ঘুরে দাঁড়িয়েছে পদ্মা লাইফ। এতে যেমন লাইফ বীমা সেক্টরে আস্থা ফিরছে, তেমনি কোম্পানির গ্রাহকদের মনে আশার সঞ্চার করছে বলে মনে করেন কোম্পনি সংশ্লিষ্টরা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চীফ কনসালটেন্ট হেমায়েত উল্লাহ বলেন, কোম্পানির কিছুটা সমস্যা ছিল। এতে কিছু গ্রাহকের দাবি বকেয়া রয়েছে। নতুন পর্ষদ আসার পর থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে পূর্বের সকল দাবি পরিশোধ করার। তারই ধারাবাহিকতায় গত ছয় মাসে ৮ হাজারের বেশি গ্রাহকের দাবি পরিশোধ করা হয়েছে। আশা করছি বাঁকিদের দাবিও খুব শিগগিরই পরিশোধ করা হবে।