লাইফ বীমার ১৫ কোম্পানির ব্যাংক হিসাব ও দাবি পরিশোধের তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের ১৫ কোম্পানির ব্যাংক হিসাব এবং দাবি পরিশোধের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
কোম্পানিগুলো হলো- সানলাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, প্রাইম ইসলামী লাইফ, যমুনা লাইফ, ডায়মন্ড লাইফ, স্বদেশ ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ ও এনআরবি ইসলামিক লাইফ।
আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এসব কোম্পানির ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্ট স্টেটমেন্টের অনুলিপি আগামী সাত কার্যদিবসের মধ্যে আইডিআরএতে জমা দিতে হবে।