আরসন (ARSON) -সহজ  সংজ্ঞা ও ব্যাখ্যা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আরসন (ARSON) শব্দটি বিশেষ করে অগ্নি বীমার বেলায় প্রযোজ্য। সহজ ভাষায় আরসন শব্দটির অর্থ হচ্ছে উদ্দেশ্যমূলক বা ইচ্ছাকৃত বা অবৈধভাবে বীমাগ্রহীতার বীমাকৃত সম্পত্তিতে অগ্নি সংযোগ করা।

বীমার টাকা উদ্ধার করার নিমিত্তে বীমাগ্রহীতা নিজে বা তার কর্মচারী বা প্রতিনিধির মাধ্যমে এই ধরণের অসৎ কাজ সম্পাদন করে থাকে।

আরসন বা ইচ্ছাকৃত অগ্নি সংযোগ এক প্রকার অনৈতিক এবং অপরাধমূলক কাজ যা আইনত দণ্ডণীয়।

অগ্নি বীমা পলিসি কেবলমাত্র দুর্ঘটনাজনিত কারণে বীমাকৃত সম্পত্তিতে অগ্নিকাণ্ড সংঘটিত হলে তার ক্ষতিপূরণের অঙ্গীকার প্রদান করে থাকে।

আরসন মূলত নৈতিক বিপদ (Moral hazard) থেকে উৎপত্তি হতে পারে। এ ছাড়াও বিভিন্ন কারণে আরসন সংগঠিত হতে পারে।

এরমধ্যে নিম্নলিখিত কারণগুলো অন্যতম:

১। ব্যবসা-বাণিজ্যে চরম মন্দা অবস্থা।

২। বীমাগ্রহীতার আর্থিক অস্বচ্ছলতা বা দেউলিয়া হওয়ার কারণে।

৩। পণ্য দ্রব্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে (বিশেষ করে খাদ্য দ্রব্য এবং ওষুধের বেলায় প্রযোজ্য) ।

৪। পণ্য দ্রব্যের বাজারে অচল অবস্থা (বিশেষ করে ফ্যাশন সামগ্রির বেলায় প্রযোজ্য) ।

৫। অধিক পরিমাণ পণ্যদ্রব্য মজবুতকরণ যার চাহিদা হ্রাস পাওয়ার কারণে বাজারজাত করা দুরূহ ব্যাপার ইত্যাদি।