বিপদ (HAZARD)’র সংজ্ঞা ও প্রকারভেদ

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বিপদ (Hazard) বলতে সেই সমস্ত অবস্থাকে বুঝায় যা ঝুঁকি সৃষ্টির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়ক হতে পারে অথবা বিশেষ প্রভাব বিস্তার করতে পারে।

বিপদের প্রকারভেদ:

বিপদ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। যেমন-

১। স্বাভাবিক বা প্রাকৃতিক বিপদ (Physical Hazard) এবং

২। নৈতিক বিপদ (Moral Hazard)

স্বাভাবিক বা প্রাকৃতিক বিপদ (Physical Hazard):

স্বাভাবিক বা প্রাকৃতিক বিপদ বলতে সেই সমস্ত বিপদকে বুঝায় যা দৃশ্যমান এবং পন্য বা স্তুর প্রাকৃতিক গুণাবলীর ওপর নির্ভরশীল।

দৃষ্টান্ত-

ক) ব্যবসায় ব্যবহৃত দালান-কোঠা নির্মাণের প্রকৃতি (Nature of Construction)

খ) দালান-কোঠা ব্যবহার (Use of Premises)

গ) অগ্নি নির্ণয় এবং নির্বাপন যন্ত্রপাতির অবস্থিতি (Presence of Fire Detection and Protection System)

ঘ) গুদামজাত পণ্যের প্রকৃতি বা ধরণ। যেমন- দাহ্য পদার্থ, বিপদসঙ্কুল পন্য (Hazardous Goods) ইত্যাদি।

নৈতিক বিপদ (Moral Hazard):

নৈতিক বিপদ ব্যক্তির চরিত্র বা আচরণ থেকে উৎপন্ন বা সৃষ্ট। এটি অদৃশ্যমান তথাপি এর অস্তিত্ব বিদ্যমান।

দৃষ্টান্ত-

ক) বীমাকৃত সম্পত্তিতে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগ (Act of Arson)

খ) মিথ্যা দাবি বা অবৈধভাবে দাবি উপস্থাপন (Fraudulent Claim)

গ) ক্ষতির বেলায় সার্ভোরের সাথে অসহযোগিতা ইত্যাদি।

লেখক: জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ।