আস্থা লাইফের ধামরাই শাখা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি এই শ্লোগানকে সামনে রেখে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার ধামরাই থানা সংলগ্ন এই নতুন শাখা অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) । উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ধামরাই থানার অফিসার ইনচার্জ, পৌর নির্বাহী কর্মকর্তা, ম্যানেজার ট্রাস্ট ব্যাংক, সভাপতি নিরাপদ সড়ক চাই (ধামরাই শাখা) ও স্থানীয় পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, আস্থা লাইফ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি উল্লেখ করেন যে, আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।