বেঙ্গল ইসলামি লাইফের দেশ সেরা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নির্বাচিত দেশ সেরা দুই শতাধিক উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ‘Buffet Lunch with Hon’ble Chairman’ শীর্ষক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীর সাথে এই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান চৈতন্য কুমার দে চয়ন, পরিচালক মো. খলিলুর রহমান মাসুম, পরিচালক কাজী সামিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম সহ প্রকল্প প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মধ্যাহ্ন ভোজের পরে আমন্ত্রিত উন্নয়ন কর্মকর্তাগণ বেঙ্গল ইসলামি লাইফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং ব্যবসায়িক সফলতার স্মারক সনদ ও উপহার সামগ্রী গ্রহণ করেন। এসময় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণ করায় সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ব্যবসায়িক সফলতার ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।